নানা কর্মসূচিতে যশোরে পালিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইডের উদ্যোগে যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম ইন্দ্রিস আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাংগীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মো. আলী রেজা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, জেলা লিগ্যাল এইড অফিসার রাফিয়া সুলতানা, প্রেসক্লব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমূখ। এছাড়া র‌্যালিটিতে আইনজীবী, বিভিন্ন স্বেচছাসেবী সংগঠন বিচারপ্রার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক ও সিনিয়র জেলা ও দায়রা জজ বক্তব্য রাখেন। পরে আদালত প্রাঙ্গনে দিবসটি তাৎপর্য সাধারণ মানুষের মাঝে পৌঁচ্ছে দিতে তথ্য মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ