জাহিদ হাসান সোহান, চৌগাছা: যশোরের চৌগাছায় ৪০তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বল্প পরিসরে এই সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আন্দুলিয়া গ্রামের জাহিদ ফজল, ফকিরাবাদ গ্রামের এম এ রহিম এবং কৃষি সম্প্রসারণ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কান্দি গ্রামের আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। সুপারিশপ্রাপ্তদের অন্য দুইজন নিজেদের কর্মস্থলে থাকায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেননি।
জাগো/এমআই

