স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. শাহীন মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই রায় দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের (২৫) সাথে ২০১৫ সালে একই উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামের রইস উদ্দিন মণ্ডলের ছেলে শাহীন মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করতে থাকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

বিয়ের ছয় মাস পর ২০১৬ সালের ২০ জানুয়ারি সকালে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করে। এক পর্যায়ে চাম্পার গলা কেটে হত্যা করার পর মৃত অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে চাম্পার বাবাসহ এলাকাবাসী শ্বশুর বাড়িতে গিয়ে চাম্পাকে মৃত অবস্থায় শাহীন মণ্ডলের ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে আফছার মিয়াজী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় চাম্পার স্বামী শাহীন মণ্ডল, শ্বশুর রইস মণ্ডল ও শাশুড়ি রমেসা বেগমসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শুধু চাম্পার স্বামী শাহীন মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তদন্তে শ্বশুর ও শাশুড়িসহ অন্যদের সম্পৃক্ততা না থাকায় তাদের অব্যাহতি দিয়ে চাম্পার স্বামী শাহীন মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন স্বাক্ষ্য-প্রমাণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহীন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, আসামির উপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক। রায়ে শাহীন মণ্ডলকে যাবজ্জীবনসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন বিচারক।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ