সৈয়দপুর মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে সাধারণের মনোনয়ন সংগ্রহে বাঁধা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক :  যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে উন্মুক্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ওই গ্রামের ইউপি সদস্য কবির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের পছন্দের ব্যক্তি ছাড়া কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দিচ্ছেন না। সাধারণ অভিভাবকদের মধ্যে ভয়ভীতি, আতংক ছড়াচ্ছেন।
সূত্রে জানা গেছে, সৈয়দপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়মিত ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অভিভাবক, সংরক্ষিত অভিভাবক সদস্য পদে নির্বাচনের জন্য সাধারণ অভিভাবকরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। কিন্তু ইউপি সদস্য কবির হোসেনের নেতৃত্বে সাধারণ অভিভাবকদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বাঁধা দেয়া হচ্ছে না। কবির হোসেনের পছন্দের অভিভাবকরা ছাড়া কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন না। সাধারণ অভিভাবক সদস্য চারটি পদে কবিরের মনোনিত ইদ্রিস আলী চান, শামসুল, ফজলুর রহমান ও কায়েম আলী সরদার মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছেন। সংরক্ষিত সদস্য একটি পদে কবিরের মনোনিত রেখা খাতুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ অভিভাবক মোশাররফ হোসেন জানান, তার মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী। অভিভাবক সদস্য পদে ভোট করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য মাদ্রাসায় গিয়েছিলেন। ইউপি সদস্য কবির হোসেনের লোকজন তাকে মনোনয়নপত্র নিতে দেননি।
মুকতার আলী জানান, তার ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু তাকে কবির বাহিনীর লোকজন বাঁধা দিয়েছে। এছাড়া ইছাহক আলী, জব্বাব আলীসহ অনেকে একই কথা জানান।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুপার আব্দুর রাজ্জাক বলেন, মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। মাদ্রাসার মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শুনেছি বাইরে পবলেম হচ্ছে। তবে সেটি আমার জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, সৈয়দপুর মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহে বাঁধা দেয়া এ ধরণের একটি অভিযোগ এসেছে। সেই অভিযোগে প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে। মাদ্রাসার পাশাপাশি চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রচার বাড়ানোর জন্য নতুন করে মাইকিং করতে ওই প্রতিষ্ঠানের সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ