খুলনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হৃদয় শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
এসময় মিঠু ও নাজমুল নামে দুইজন আহত হন।
নিহত যুবক রূপসার উপজেলার বাগমারা গ্রামের হারুন শেখের ছেলে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রূপসা উপজেলার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যা ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হৃদয় শেখ ও মিঠু খালাতো ভাই। পাশাপাশি রয়েছে তাদের মুদি দোকান। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার অপর এক যুবক বাকিতে মালামাল নেয়। বুধবার দুপুরের দিকে হৃদয় ও অন্তর মিঠুর দোকানে আসে। এসময় দোকানদার মিঠু অন্তরের নিকট পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। ইফতারের কিছুক্ষণ পরে হৃদয় ও অন্তরসহ কয়েকজন যুবক মিঠুর দোকানে আসে। তাকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় পাশের দোকান থেকে মিঠুর খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে তাকে হামলাকারীরা গুপ্তি ও ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হৃদয় শেখকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক ।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী। তারা বিভিন্ন অসামাজিক কাজে সম্পৃক্ত থাকলেও কেউ কিছু বলতে সাহস পেতো না।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারেফ হোসেন বলেন, সন্ধ্যায় বাগমারা এলাকায় মারামারির ঘটনা শুনেছি। এ ঘটনায় হৃদয় শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। পুলিশ হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে।

