রোনালদোবিহীন ম্যানইউকে গুঁড়িয়ে শীর্ষে লিভারপুল

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার (১৯এপ্রিল) রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হাড়ে হাড়ে টের পেল ম্যানইউ। লিভারপুলের মাঠে গিয়ে তারা বিধ্বস্ত হলো ৪-০ গোলে।

লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ১টি করে গোল এসেছে সাদিও মানে এবং লুইজ ডিয়াজের কাছ থেকে। তবে এই ম্যাচে ম্যানইউর হেয় খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

সে সঙ্গে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টারের আরেক দল সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে লিভারপুল। ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। ৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। যারা আজ মাঠে নামবে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে লিভারপুল। ঘরের মাঠে মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলটি করে অল রেডরা। মোহাম্মদ সালাহর ক্রস থেকে ভেসে আসা বলে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল।

১০ মিনিটের মাথায় ম্যানইউ আরও বেশি সমস্যায় পড়ে যায়, যখন চোটের কারণে পল পগবাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ রালফ রাংনিক।

এরপর ২২ মিনিটের মাথায় আবারও ম্যানইউর জালে বল জড়ায় লিভারপুল। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। অপরদিকে প্রথমার্ধের ৪৫ মিনিটে ইউনাইটেড কোনও শটই নিতে পারেনি লিভারপুলের পোস্টে। পুরো ম্যাচে রেড ডেভিলসরা শট নিয়েছে মাত্র দু’টি। লিভারপুল শট মেরেছে ১৪টি। যার মধ্যে ৩টি পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও দু’টি গোল করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটি আসে সাদিও মানের বাঁ-পা থেকে। এরপর ম্যাচের ৮৫ মিনিটে সালাহ নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। উল্লেখ্য, চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর বিপক্ষে দুই ম্যাচে ৯ গোল করল লিভারপুল। এমন রেকর্ড এর আগে আর কখনও করতে পারেনি অ্যানফিল্ডের দলটি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ