হাইকোর্টের বেঞ্চে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

আরো পড়ুন

ঢাকা অফিস: ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত জামিন সংক্রান্ত ১৪৯৮ রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ১৪৯৮টি রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

রায়ের আগে আদালত বলেন, ১৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকো কোনো অভিযোগ নেই, এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

আদালত সূত্র জানা যায়, ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ