ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় হবু বরকে ছুরিকাঘাত করলো পুস্পা

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: মেয়ের জন্য বিয়ের পাত্র ঠিক করেছিলেন বাবা-মা। কিন্তু পুস্পার একেবারেই ইচ্ছে নয় সম্বন্ধ করে বিয়ে করার। এরপরই হবু বরকে গোপনে দেখা করার বার্তা পাঠান তিনি। হবু বর দেখা করতে আসামাত্র ছুরিকাঘাত করেন পুস্পা। এতে গুরুতর আহত হন ওই যুবক। এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পেশায় বিজ্ঞানী রামা নাইডুর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ২২ বছরের পুষ্পার। পুষ্পা হাইস্কুলের গণ্ডি পার হতে পারেননি। তার একেবারেই সায় ছিল না বাবা-মার পছন্দের ছেলেকে বিয়ে করার। তিনি প্রথম থেকেই বিয়েতে আপত্তি করছিলেন। কিন্তু তাকে জোর করেই বিয়ে দিতে চাইছিলেন পরিবারের লোকজন।

সিনিয়র পুলিশ আধিকারিক এস গৌতমী জানাচ্ছেন, পুষ্পার কিন্তু কোনো পূর্ব অপরাধজনিত ইতিহাস নেই। কিন্তু বিয়ে করতে রাজি না থাকায় তিনি এ ঘটনা ঘটানোর সিদ্ধান্ত নেন। আর সেই মতোই হবু বর রামা নাইডুকে ডেকে পাঠান সারপ্রাইজ ডেটে। এরপর হবু বরকে বাড়ির পাশের একটি পাহাড়ের চূড়ায় মন্দিরে নিয়ে যান। স্বাভাবিকভাবেই কোনো সন্দেহ হয়নি হবু বরের। এরপর সুযোগ বুঝে ধারালো ছুরি দিয়ে হবু বরের ঘাড়ে একাধিক আঘাত করে পালিয়ে যান। এসময় রামা নাইডুর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ