খুলনায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষক লীগের সুবর্ণজয়ন্তী পালিত

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি: কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষক লীগের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে মহানগর কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। আলোচনা সভা পরিচালনা করেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা.এ বি এম আদেল মুকুল। আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর কৃষক লীগ নেতা শেখ হারুন মানু, মো. শহীদুল হাসান, কানাই রায়, মনিরুল ইসলাম গাজী, মো. রেজওয়ান আকুঞ্জি রাজা, মো. মাহবুব ইসলাম, মো. রোকনুজ্জামান রিপন, মো. লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তরা বলেন, কৃষক লীগ প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষকদের সংগঠিত করে তাদের দাবি আদায়সহ সব গণতান্ত্রিক আন্দোলনে কৃষক লীগ গৌরবোজ্জ্বল ভুমিকা পালন করে আসছে। বাংলাদেশ কৃষক লীগ দেশের মেহেনতী কৃষকদের তথা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও কৃষক লীগ দেশের যে কোন দূর্যোগ মহামারিতে সাধারণ মানুষের পাশে থাকবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কৃষক ও কৃষি খাতকে উন্নত করতে সকল ধরণের সহযোগীতা করে আসছে। কৃষকের জন্য সার, কীটনাশক, হ্রাসকৃত মূল্যে, ভর্তুকী প্রদান, সেচ, পানি ও বিদ্যুৎ সহজলভ্য করেন। এই সরকার জনগনের সরকার, কৃষকবান্ধব সরকার। কৃষকদের মুখে হাসি ফুটাতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড কৃষক লীগ নেতা বাবুল হোসেন, মাহবুবুর রহমান নাজিম, আবু হাসান, মো. শামসুজ্জোহা বাঙালী, লাভলু শেখ, মো: রানা, আমজাদ হোসেন, মো: ফরিদ, মো: আলম, মো: হেলাল, মো: চাঁন মিয়া, মো: জাকির হোসেন, আব্দুল কাদেও, তানভির, মো: রাজা, করিরুল আলম, কাদের শেখ, মো: হানিফ, মো: মহিদুল,বিশ্বনাথ দে বিশু, মো. নজরুল ইসলাম সেজান,রাব্বি, জাহাঙ্গীর প্রমূখ নেতৃবৃন্দ।

এর আগে সকাল ৭টায় কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ