ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

আরো পড়ুন

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।

দেশটির ২৯তম সেনাপ্রধান হিসেবে আগামী ৩০ এপ্রিল দায়িত্ব নেবেন তিনি। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেকান ক্রোনিক্যালস।

প্রতিবেদনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে প্রথম সেনা কর্মকর্তা যিনি ইঞ্জিনিয়ারস কোর থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন।

এর আগে দেখা গেছে ইনফেন্ট্রি, আর্মার্ড কোর এবং আর্টিলারি থেকে বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেয়া হতো।

তিনি এত দিন বাহিনীটির ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চলতি মাসে অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে।

জেনারেল নারভানের অবসর নেয়ার পর তিনি ছিলেন সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।

লেফটেন্যান্ট জেনারেল পান্ডে এর আগে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন। এর সদর দফতরে কলকাতার ফোর্ট উইলিয়ামে। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব দেশটির সঙ্গে চীন সীমান্তে লাইন অফ কন্ট্রোল (এলওসি) দেখভাল করা।

দেশটির একমাত্র ত্রি-মাত্রিক কমান্ড- আন্দামান ও নিকোবর কমান্ড-এর প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।

৩৯ বছরের সামরিক কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল পান্ডে বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৬ মে, ১৯৬২ সালে জন্মগ্রহণকারী লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ২৪ ডিসেম্বর ১৯৮২ সালে সেনাবাহিনীর কর্পস অফ ইঞ্জিনিয়ার্স (বোম্বে স্যাপারস) এ কমিশন লাভ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ