নড়াইলে সালিশ বৈঠকে নব্য মুসলিমকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

নড়াইলে গ্রাম্য সালিশে এক নব্য মুসলিমকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে জুয়েল রানার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নড়াইল সদর থানার ওসি শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভাটিয়া গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে ইমাম হাসান রাজু। তিনি নব্য মুসলিম। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের গোলাম রসুলের ছেলে জুয়েল রানা।

জানা গেছে, বেশ কয়েক দিন আগে উভয়পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসার শেষ পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হলে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে। তবে পরিস্থিতি এখন শান্ত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ