অন্ধ্রপ্রদেশে ওষুধের কারখানায় আগুন, নিহত ৬

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরো ১২ জন।

বুধবার (১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে এক ওষুধ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে ওই ওষুধের কারাখানার চার নম্বর ইউনিটে যখন আগুন লাগে তখন কারখানায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে রাজ্যেটির মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। তাছাড়া গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ টাকা ও অল্প আহতদের জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। আহতদের চিকিৎসার ক্ষেত্রে নজর রাখার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ