স্পোর্টস ডেস্ক: ওয়ান্দা মেত্রোপলিতানোয় কাল রাতে ফিরতি লেগে গোল হয়নি। কিন্তু মারামারি হয়েছে। লাল ও হলুদ মিলিয়ে কার্ড দেখানো হয় মোট দশটি। তবু ঝামেলা মাঠেই রেখে আসতে পারেনি দুই দল। মারমুখো পরিস্থিতি তৈরি হয়েছে টানেলেও। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ঠাণ্ডা হয়।
ম্যাচ শেষে টানেল দিয়ে ফেরার পথে ঘটে অ্যাটলেটিকো ডিফেন্ডার স্তেফান স্যাভিচ হাত থেকে কিছু একটা ছুঁড়ে মারেন জ্যাক গ্রিলিশের দিকে। এর আগে অবশ্য কথা কাটাকাটি হয়েছে এই দুইজনসহ দুই দলের ডিফেন্ডার সিমে ভ্রাসালকো ও কাইল ওয়াকারের মধ্যে।
এরপর ঘটনার তীব্রতা বাড়তেই অ্যাটলেটিকোর কোচিং স্টাফরা এসে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি সামলান। তবে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগে উয়েফা অনুরোধ জানায় পুলিশকে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতিটা চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে আসে।
এর আগে ম্যাচের ৮৭ মিনিটে ফিল ফোডেনকে ট্যাকল করে ঘটনার সূত্রপাত ঘটান ফেলিপে। এরপর কথা কাটাকাটি, ঘগড়া, হাতাহাতির ঘটনা ঘটে সেখানে। তাতে ফেলিপে দেখেন লাল কার্ড, আর দুই দল মিলিয়ে দেখে আরও ৩৪টি।
সিমিওনে অবশ্য এমন কিছুর কথা উড়িয়েই দিলেন রীতিমতো। তিনি বললেন, ‘মি দেখিনি। মাঠের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছিলাম এই যা! তবে টানেলে এমন কিছু হয়নি!’ গার্দিওলা যে সুখী হবেন না, তা বলাই বাহুল্য! অ্যাটলেটিকোর এমন ‘আতিথ্য’ নেওয়ার পর তিনি জানালেন, ‘আমার বলার আর কিছুই নেই!’
জাগো/এমআই

