কাল রাজধানীর ৩৭ পয়েন্টে যান চলাচল বন্ধ

আরো পড়ুন

আগামীকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানস্থল ঘিরে রাজধানীর ৩৭টি পয়েন্ট দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে।

রমনা পার্ক ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরকেন্দ্রিক সড়কগুলোতে রোডব্লক বসানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার রমনা বটমূলের অনুষ্ঠানস্থলে নেয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, রোডব্লক বসানো স্থান থেকে কোনো গাড়ি চলবে না। পায়ে হেঁটে চলাচল করতে হবে। দুপুর ২টার মধ্যে বর্ষবরণের সব অনুষ্ঠান শেষ করতে হবে।

মানুষের দুর্ভোগ কমানোর জন্য ২টার পর সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেয়া হবে বলে জানান তিনি।

রমনাকেন্দ্রিক যেসব স্থানে রোডব্লক

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রমনা এলাকায় ২৯টি পয়েন্টে রোডব্লক বসানো হবে। পয়েন্টগুলো হলো- সোনারগাঁও ক্রসিং, বাংলামটর ক্রসিং, পরীবাগ গ্যাপ, নৌবাহিনীর ভর্তি তথ্য কেন্দ্রের গলি, পুলিশ ভবন ক্রসিং, সাকুরার গলি, সবজি বাগান ক্রসিং, মিন্টু রোড পূর্বপ্রান্ত, মগবাজার ক্রসিং (বাংলামটরমুখী একপাশ), অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্যভবন ক্রসিং, সেগুন বাগিচা, ইউবিএল, জিরোপয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল গলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা ক্রসিং, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেটের পশ্চিম পাশে, বিসিএস প্র্রশাসন একাডেমি গলি ও শাহবাগ ক্রসিং।

যেসব সড়কে ডাইভারশন

বিকল্প পথে ঘুরে যাওয়ার জন্য কিছু সড়কের মাথায় ডাইভারশন থাকবে। সেগুলো হলো- সোনারগাঁও ক্রসিং, বাংলামটর ক্রসিং, মিন্টু রোড পূর্ব প্রান্ত, কাকরাইল চার্চ, ইউবিএল ক্রসিং, জিরোপয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, শহীদুল্লাহ হল ক্রসিং, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সোনাগাঁও উত্তর এবং পশ্চিম দিক থেকে আসা সব ধরনের যাত্রীবাহি গাড়ি ও অন্যান্য গাড়ি সোনারগাঁও থেকে বামদিকে মোড় নিয়ে রেইনবো হয়ে মগবাজার-মালিবাগ দিয়ে যাবে। প্রাইভেটকার ও জিপ বাংলামটর দিয়ে বামে মোড় নিয়ে মগবাজার দিয়ে চলে যাবে।

সায়েদাবাগ-মতিঝিল-ফুলবাড়িয়া থেকে আসা সব বাণিজ্যিক গাড়ি জিরোপয়েন্ট-ইউবিএল-নাইটিংগেল ক্রসিং-রাজমনি ক্রসিং-শান্তিনগর ক্রসিং মালিবাগ মোড়-মগবাজার হয়ে যাবে।

মিরপুর রোডের উত্তর দিক থেকে আসা সব গাড়ি সায়েন্সল্যাব ক্রসিং থেকে সোজা দক্ষিণ দিকে নিউমার্কেট-আজিমপুর-ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে দিয়ে বকশীবাজার হয়ে গুলিস্তান যাবে।

ধানমন্ডি-রবীন্দ্র সরোবরকেন্দ্রিক যেসব স্থানে রোডব্লক

ধানমন্ডিকেন্দ্রিক আটটি পয়েন্টে রোডব্লক থাকবে। সেগুলো হলো- তাকওয়া মসজিদ, ধানমন্ডি ৬ নম্বর রোডের দক্ষিণ প্রান্ত, ৭ নম্বর সড়কের মধ্যবর্তী স্থান, ৮/এ সড়কের মধ্যবর্তী স্থান, ধানমন্ডি ৮ ব্রিজের পূর্ব প্রান্ত, ধানমন্ডি ৮ এর উল্টো প্রান্ত, জিগাতলা মোড় (কায়সার সুইটমিটের সামনে) ও ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন রোড ১৩/এ।

ডিএমপির ট্রাফিক রমনা বিভাগ জানিয়েছে, দুই শিফটে পুলিশ ধানমন্ডি ও রমনাতে দায়িত্ব পালন করবে। ৬৬৪ জন পুলিশ সদস্য ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ