যৌন হয়রানি, খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক সাসপেন্ড

আরো পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডি‌সি‌প্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ২২ শিক্ষার্থী। তাদের প্রত্যেকেরই অভিযোগ, বিভিন্ন সময় শিক্ষক বিটপ শোভন ছাত্রীদের মৌখিক ও মানসিকভাবে যৌন হয়রানি করতেন। ৩ এপ্রিল এই শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও সব ঘটনাকেই সাজানো ও ষড়যন্ত্র দাবি ঐ শিক্ষকের।

এ‌দি‌কে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট’র এক ছাত্রীর অসতর্ক মুহূর্তের ভিডিও ধারণকারী ছাত্র সাইফ রহমান আবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাবেক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১২০ নম্বর কক্ষে কিভাবে থাকতেন? উঠেছে সেই প্রশ্নও। ২ এপ্রিল ওই ছাত্রীর ভিডিও ধারণের পর থেকে আবির হলেই অবস্থান করছিলেন। এ ঘটনারও সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থীদের।

এর আ‌গে ২০২১ সালের ২৬ আগস্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ছোটন দেবনাথের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন তারই এক সহকর্মী। ৬০ কার্যদিবসে তদন্ত শেষ করার বিধি-বিধান থাকলেও সাত মাসেও শেষ করতে পারেনি তদন্ত কমিটি।

অপ্রীতিকর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত বলে জানান ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, সব কিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অ‌ভি‌যোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডি‌সি‌প্লি‌নের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

এর আগেও বিভিন্ন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় একাধিকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ