দাফনের আগ মুহূর্তে লাশ আটকে টাকা নিলো পুলিশ

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর লাশ দাফনে বাধা দিয়ে পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ পরিদর্শকের (ইন্সপেক্টর) বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

মৃত শিশুর পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর গ্রামে আরিফা আক্তার নামে ১৫ মাস বয়সী এক শিশু বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা যায়। বিষয়টি পুলিশকে না জানিয়ে লাশ দাফনের প্রস্তুতি নেয় শিশুটির পরিবার। তবে স্থানীয়দের কাছ থেকে শিশুর মৃত্যুর খবর পেয়ে নাসিরনগর থানার চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বাড়িতে গিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা যাবে না বলে জানান। একপর্যায়ে তার হাতে টাকা দেওয়ার পর লাশ দাফনের অনুমতি দেন তিনি।

মৃত শিশুর চাচা বোরহান মিয়া অভিযোগ করে বলেন, দাফনের আগ মুহূর্তে পুলিশ এসে জানায় লাশের ময়নাতদন্ত করতে হবে। তখন আমরা বলি পানি ডুবে মারা গেছে এবং আমাদের কোনো অভিযোগ নেই। তখন কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘ময়নাতদন্ত করতে ২০ হাজার টাকা লাগে। আমাদের ১৫ হাজার টাকা দিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না। পরে তার হাতে ৮ হাজার টাকা দেওয়া হয়।’

তবে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, টাকা নেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ