ফিফকো’র সহ-সভাপতি হলেন বাংলাদেশের ইমরানুর

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব করপোরেট ফুটবলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএর পরিচালক ইমরানুর রহমান। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশের পরবর্তী প্রজন্ম নেশা থেকে দূরে থেকে ফুটবল খেলা নিয়ে মেতে থাকবে।

বুধবার (৬ এপ্রিল) বিজিএমইএর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব করপোরেট ফুটবল (ফিফকো) হলো সারা বিশ্বের করপোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ। যার সদর দপ্তর কানাডার মন্ট্রিয়ালে অবস্থিত। সারা বিশ্বের ৬৫টি দেশের ১ লাখ ৫০ হাজার কোম্পানির ২ দশমিক ৫ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ওয়ার্ল্ড করপোরেট ফুটবলের একমাত্র সংগঠন হলো ফিফকো। যারা ওয়ার্ল্ড করপোরেট চ্যাম্পিয়নন্স কাপের অফিসিয়াল অর্গানাইজার।

এ নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইমরানুর রহমান বলেন, আমার বাবা সিদ্দিকুর রহমানের কাছে আমি ঋনী। যিনি সবসময় ফুটবলের প্রতি আমার ভালোবাসা ও আবেগকে সমর্থন দিয়েছেন। আর মার দোয়ায় আমার সব সাফল্য অজির্ত হয়েছে। আমি বানদো ফুটবল দলের সব খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই। যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, ধন্যবাদ জানাই ফিফকোর প্রেসিডেন্ট আলবার্ট জিবলিকে। যিনি এ সম্মানজনক প্রাপ্তিতে আমার ওপর বিশ্বাস রেখেছেন। সবশেষে যার কথা বলতেই হয়, যিনি ফুটবলের ওপর সবসময় আস্থা রাখেন আমার সহধর্মিনী সামিরা আলম। আমার বিশ্বাস আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবো।

ইমরানুর রহমান স্ট্রেটেজিক ডেভলপম্যান্ট হিসেবে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। একসময় ইমরানুর রহমান করপোরেট ফুটবলের সফল খেলোয়াড় ছিলেন। ২০০ ম্যাচে ৩৮০ টি গোলের কারিগর ছিলেন তিনি। বাংলাদেশের সফল ফুটবল দল ‘বানদো’র অধিনায়কও ছিলেন সফল এ সংগঠক। যিনি একাধারে লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএর পরিচালক হিসেবেও দায়িত্বরত আছেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ