টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গা বরাদ্দের দাবিতে ভিসির সম্মতি

আরো পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নামাজ জন্য জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে কয়েকজন ছাত্রী। স্মারকলিপি গ্রহণ করে টিএসসিতে ছাত্রীদের নামাজের স্থান দেয়ার ব্যাপারে প্রাথমিক সম্মতি দিয়েছেন ভিসি।

মঙ্গলবার (৫ এপ্রিল) কয়েকজন ছাত্রী উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে ঢাবি ক্যাম্পাসে মেয়েদের নামাজের জায়গার সংকটের বিষয়টি তুলে ধরে বলা হয়, কেন্দ্রীয় মসজিদে নারীর জন্য নামাজের জায়গা থাকলেও তা অপ্রতুল। একাডেমিক ভবনগুলোর কমনরুম বিকেল ৫টার পর বন্ধ থাকে। ফলে ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রীদের নামাজ আদায় করতে সমস্যায় পড়তে হয়।

টিএসসিতে ছেলেদের নামাজ পড়ার ব্যবস্থা আছে উল্লেখ করে এতে আরো বলা হয়েছে, বিভিন্ন কর্মসূচিসহ এই স্থানে নারীদের বিচরণ থাকলেও তাদের নামাজের জায়গা নেই। পবিত্র রমজানে বিভিন্ন সংগঠনের ইফতার কর্মসূচি থাকে। ইফতার শেষে মেয়েরা নামাজ আদায় করতে গিয়ে সমস্যা পড়ে থাকেন।

এ বিষয়ে প্রতিনিধি দলের একজন মনোবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিসা ইসলাম বলছেন, তারা তাদের দাবির বিষয়টি সরাসরি ভিসি স্যারকে জানিয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

ছাত্রীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, নামাজের স্থানের বিষয়ে আমাদের কয়েকজন শিক্ষার্থী এসেছিলো। তারা টিএসসিতে নামাজের স্থান চায়। এটা খুব ভালো একটা বিষয়।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, মেয়েদের নামাজের জন্য টিএসসির কোথাও সুযোগ করতে পারলে ভালো হবে। টিএসসির পরিচালক সাহেবকেও বিষয়টি জানিয়েছি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ