রায়হান হোসেন, চৌগাছা (যশোর): চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীন সরকারের অব্যাহত নির্যাতনের প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে জাতীয় ওলামা কল্যাণ পরিষদ।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওলামা কল্যাণ পরিষদের নায়েবে আমির মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে মানবনন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদের মহাসচিব মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি চায়নার কাছে মেসেজ পাঠানোর উদ্দেশ্যে সরকারের কাছে অনুরোধ করে বলেন, অবিলম্বে ওদেশের মা-বোন ও শিশুদের ওপর অমানবিক নির্যাতন বন্ধ করতে হবে এবং সরকারিভাবে অবশ্যই তাদের পাশে থাকতে হবে। তা নাহলে এদেশের তৌহিদী জনতা আজ থেকেই চায়না খাদ্যপণ্য বর্জন করবে।
তিনি আরো বলেন, আমরা আজ ঘোষণা করছি, যদি আমাদের এই কথার ওপর কোনো কর্নপাত না হয় তাহলে আগামী ঈদের পরে ঢাকায় জাতীয় সম্মেলন করা হবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদ খুলনা বিভাগীয় দায়িক্তপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হাকিম, নায়েবে আমির মুফতি মাহমুদ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনায়তুল্লাহ, সদস্য আতাউল্লাহ প্রমুখ।

