ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের কুখ্যাত হীরন ডাকুয়া ওরফে মতি ডাকাতকে (৪২) গ্রেফতার করা হয়েছে। খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল সোমবার (৪ এপ্রিল) রাতে বাগেরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মতি ডাকাত বাগেরহাট সদরের ষাটগম্ভুজ সুন্দরঘোনা এলাকার বাসিন্দা।
খুলনা র্যাব-৬ এর পুলিশ সুপার আল-আসাদ মোহাম্মাদ মাহফুজুল ইসলাম জানান, র্যাব -৬ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দলের নিয়মিত টহল চলাকালিন গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে বাগেরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি ল্যাবের সম্মুখ থেকে হীরন ডাকুয়া ওরফে মতিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানা, রামপাল ও খুলনার বটিয়াঘাটা থানায় গরু চুরিসহ একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
জাগো/এমআই

