দুজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ায় সেজুতিকে হত্যা করে প্রেমিক রহমান

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৮ম শ্রেনির স্কুল ছাত্রী সঞ্চিতা হোসেন সেজুতি হত্যাকান্ডের ঘটনায় প্রেমিক আব্দুর রহমান (২০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩এপ্রিল) রাতে তাকে কলারোয়ার আফাজালের মোড় নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।

আব্দুর রহমান কলারোয়া উপজেলার জালালাবাদ এলাকার আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। এর আগে হত্যাকান্ডের পরের দিন অর্থাৎ ২৮ মার্চ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‍্যাব। দুদিনের জিজ্ঞাসাবাদ শেষ অদৃশ্য কারনে তাকে ছেড়ে দেয় র‍্যাব বলে একটি বিশেষ সুত্রে জানা যায়।

কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা আসামীর বারাত দিয়ে জানায়, অন্য এক ছেলের সাথে সম্পর্কের বিষয়টি মেনে নিতে পারেনি প্রেমিক রহমান। ঘটনার আগের দিন রাতে পালিয়ে যাওয়ার কথা বলে মোবাইল ফেনে সেজুতিকে ডেকে নেয় সে। তার কথা মত সেজুতি সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সেজুতিকে শ্বাস রোধ করে হত্যার পর পাশের একটি কুলবাগানের ড্রেনের ভিতর লাশ ফেলে চলে যায়।

আরো জানান, পুলিশ পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহয়তায় আসামী গ্রেফতার করে হত্যা কান্ডের মূল রহস্য উৎঘটন করে। আসামী বর্তমানে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে বলে জানান তিনি। প্রসঙ্গতঃগত ২৭মার্চ সোমবার ভোর রাতে সাতক্ষীরা কলারোয়ার উপজেলার একটি কুলবাগানের ড্রেন থেকে হাত বাঁধা অবস্তায় এক স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সঞ্চিতা হোসেন সেজুতি (১৫)। সে ওই এলাকার সোহারাব হোসেন পলাশের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্রী। প্রেমের কারণে হত্যার শিকার বলে সেজুতির পিতার অভিযোগে তীর প্রেমিক আব্দুর রহমানের দিকে আগে থেকেই ছিলো। ঘটনার দিন দুপুরে নিহতে মা বাদী কলারোয়া একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তি সহয়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ