চৌগাছায় নারী ঘটিত কারণে যুবককে ছুরিকাঘাত

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় নারী ঘটিত কারণে সাগর হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তিনি উপজেলার ধুলিয়ানী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

গতকাল (শনিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে ধুলিয়ানী বাজার সংলগ্ন মসজিদ এলাকায় সাগর হোসেন এর উপস্থিতি নিশ্চিত হয়ে, দুই সন্ত্রাসী তাকে ছুরির আঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

এসময় আহত সাগর হোসেনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অতিরিক্ত রক্তক্ষরণ এবং ক্ষত গভীর হওয়ায় কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক আপারেশনের জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে রেফার করেন ।

রমজানের শুরুতেই চৌগাছায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তুঙ্গে

এই ঘটনা সম্পর্কে ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি নারীঘটিত পূর্ব শত্রুতা। এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে দুই পক্ষের উপস্থিতিতে মীমাংসা হলেও তারা ভেতরে ভেতরে আক্রোশ রেখেছে। সেই আক্রোশের পরিপ্রেক্ষিতে এই ঘটনা সংঘটিত হয়েছে।

আহত সাগর হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোহান/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ