চৌগাছা (যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রতিবছরই রমজান মাসকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়। এবারও রমজান মাস শুরুর আগ থেকেই এই মূল্যবৃদ্ধির কবলে পড়েছে জনগন। এরই মধ্যে চৌগাছার বাজারগুলেতে রমজানের আঁচ টের পাওয়া যাচ্ছে।
লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের। সপ্তাহের ব্যবধানে বাজারে আবারও পেয়াজ প্রতি কেজিতে ১০ টাকা বৃদ্ধি, মুসুর ডাল ২০ টাকা, বেগুন ৪০ টাকা, শসা ২০ টাকা, ছোলা ৮ টাকা, টেস্টি সেলাইন প্রতি বক্স ২৫ টাকা, পাকা কলা প্রতি কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যবারের চেয়ে এই রমজানে মূল্যবৃদ্ধির হার আরো উর্ধ্বমূখী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় বিপাকে চৌগাছাবাসী।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বমূখী প্রসঙ্গে জানতে চাইলে কাঁচাবাজারের ব্যবসায়ী তালেব ও মুদি দোকান ব্যাবসায়ি সুজন বলেন, রমজান কেন্দ্র করেই বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে।
এমন পরিস্থিতি সীমিত আয়ের মানুষের জনজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। রমজান মাসে বাজাের দ্রব্যমূল্য স্থিতিশীল ও মানুষের ক্রয়ক্ষমতার আওতায় সহনীয় পর্যায়ে রাখার জন্য কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক বলে দাবি করছেন নিম্ন আয়ের জনগণ । নিত্য প্রয়োজনীয় সামগ্রী দ্রব্যমূল্য সরকার কর্তৃক ন্যায্যমূল্য নির্ধারণ-প্রক্রিয়াকে অব্যাহত রাখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে চৌগাছাবাসী।
সোহান/এমআই

