আবারও বিয়ে করলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকর!

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: বিনোদন জগতে হঠাৎ ঝড় তোলা একটি নাম ভুবন বাদ্যকর! গানে গানে বিক্রি করতেন কাঁচা বাদাম। আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেন এক কাঁচা বাদাম কাকু। তবে ভাইরাল হওয়া নতুন খবর, আবারও বিয়ে করেছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক এই ভুবন বাদ্যকর।

বর্তমানে স্টার জলসার নতুন শো ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে দেখা যাচ্ছে তাকে। সুপারস্টার অভিনেতা জিৎ এর এই শো’তে স্ত্রীকে নিয়ে অংশ নেন ভুবন। সেখানেই নিজ স্ত্রীর সঙ্গে আবারও তার বিয়ের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে ভুবন জানান, ‘সেই ৩০ বছর আগে গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে গিয়েছিলাম। সে সময় আমাদের খুব ভালোভাবে বিয়ে করা হয়নি। অনেক শখ-আহ্লাদ পূরণ হয়নি। কারণ তখন তো আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। এবার পূরণ হলো। তাই পুনরায় বিয়েটা সেরে নিলাম।’

গ্রামের এক সাধারণ মানুষ ছিলেন পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। বাদাম বিক্রি করতে করতে তিনি গাইতেন নিজের লেখা-সুর করা গান ‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।’

গানটি ভাইরাল হওয়ার সুবাদে এখন বিনোদন জগতে তার ঢের কদর। তারই অংশ হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিলেন এবং মনের ইচ্ছা পুরণ করতে পুনরায় স্ত্রীকে বিয়ে করলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ