ঝিকরগাছায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম ফয়সাল মাহমুদ (২৯)। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল আহম্মেদ (২৫) নামে আরও একজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাঁকড়া-মাঠশিয়া সড়কের দিগদানা নগর মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সে বাগেরহাট জেলার মুক্তার হোসেনের ছেলে। বর্তমানে সে তার মায়ের কাছে বড়পোদাউলিয়া গ্রামে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাঁকড়া থেকে মোটরসাইকেলযোগে বাসায় যাচ্ছিলেন ফয়সাল ও রুবেল। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার ফয়সালকে মৃত ঘোষনা করেন। আহত রুবেলের অবস্থাও আশংকাজনক।

বাঁকড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দিগদানা নগর মাদরাসা মোড়ে সড়ক দুর্ঘটনার খবর আসে। এঘটনায় দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরে ফয়সাল মাহমুদ নামের একজন মারা যায়।

শাহ জামাল/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ