পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী বৃদ্ধের

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের(৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ) দুপুরে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের মোস্তাম আলী সরদারের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে এলাকাবাসীর দাবী ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার থেকে বৃদ্ধ লোকটিকে কৃষ্ণকাটি ও রথখোলা বাজারে ঘুরতে দেখা যায়। আজ দুপুরের কোন এক সময় ওই লোকটি মোস্তামের পুকুরে নামার সময় পানিতে পড়ে যায়। এসময় পুকুরে ভিতরে থাকা মইয়ের সাথে গলা আটকিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তালা থানা উপ-পরিদর্শক (এস. আই) সোলাইমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন ও লাশের পরিচয় জানা যায়নি। লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিক্ষা করে পরিচয় জানার চেষ্টা করা হবে।

তালা থানা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ