ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় দুইমাস ধরে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম কামারুল ইসলাম (৪৫)। তিনি পায়রাডাঙ্গা গ্রামের মৃত মতলেব গোলদারের ছেলে।
নিখোঁজ কামারুলের ঝিকরগাছা বাজারে রেলষ্টেশনের সামনে পোল্ট্রি মুরগীর দোকান রয়েছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দেনায় জর্জরিত হয়ে তিনি আত্মগোপনে রয়েছেন।
এই ঘটনায় নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রেহেনা আক্তার (৩২)।
ডায়েরিতে তার স্ত্রী উল্লেখ করেছেন, গত ২৫ জানুয়ারি সকাল ৮টার সময় কামারুল ইসলাম ঝিকরগাছা বাজারস্থ রেলষ্টেশনের সামনে পোল্ট্রি মুরগীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরবর্তীতে এখনো পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি। ডায়েরিতে আরো উল্লেখ করা হয় বাড়ি থেকে বের হওয়ার সময় ০১৭৯৪-৭১৭৯৪৭ মোবাইল নাম্বারের ফোন থাকলেও সেটা বন্ধ রয়েছে।
তার স্ত্রী রেহেনা আক্তার জানান, ব্যবসায়িক কোন দেনার কথা তারা জানতেন না। তবে সে নিখোঁজের পরে অনেক পাওনাদার তাদের বাড়িতে এসেছেন৷ নিখোঁজের পর থেকে এখনো পর্যন্ত সে পরিবারের কারো সাথে যোগাযোগ করেনি।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, স্বামীর নিখোঁজের কথা জানিয়ে স্ত্রী সাধারণ ডায়েরি করেছেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজে বের করা হবে।
জাগো/এমআই

