কেশবপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সম্মাননা পেল ২৮ শিক্ষার্থী

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৮ শিক্ষার্থী পেল সম্মাননা। সোমবার (২৮মার্চ) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, পিটিএফ’র চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল। অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রাণী দে, চারুপীঠের সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী মজুমদার ও সহসভাপতি সাহা বৈদ্য নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুপীঠের মিষ্টি মন্ডল ও নবনীতা হালদার।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী ৫টি গ্রুপে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ের উপর ছবি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বিজয়ী ২৮ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ