সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে ৭ মৌয়াল আটক

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবনের নিষিদ্ধ গহীন অভয়ারন্যে মধু সংগ্রহের সময় সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। সোমবার (২৮মার্চ) সকালে বনের আটারোবেগী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল, জেলার শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে অমিনুর রহমান (৩২), পশ্চিম কৈখালী গ্রামের মেহের উদ্দীন গাজীর ছেলে দিদারুল ইসলাম (৫২), আরশাদ সরদারের ছেলে আনোয়ার সরদার (৪২), শেফা বাউলিয়ার ছেলে আঙ্গর আলী (৩০), বৈশখালী গ্রামের সোহরাব আলীর ছেলে আসলাম ফারুক (৫৫), একই এলাকা মৃত খয়রাত গাজীর ছেলে মুজিবর রহমান (৫২) ও আব্দুল মজিদের ছেলে ইসমাইল হোসেন (৩৪)।

বনবিভাগের কর্মকর্তারা জানায় , সোমবার ভোর রাতে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় কয়েকজন মৌয়াল মধু আহরন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭জন মৌয়ালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মধু সংগ্রহের বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম.এ হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বন আইনে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ