সাতক্ষীরায় কুলবাগান থেকে স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি কুলবাগান থেকে অষ্টম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮মার্চ) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের কুলবাগানের পাশ থেকে হাত বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই ছাত্রীর মরাদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্রীর নাম সঞ্চিতা হোসেন সেঁজুতি(১৫)। সে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নে সোহরাব হোসেন পলাশের মেয়ে ও স্থানীয়রা একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।

জালালাবাদের ইউপি সদস্য মশিউর রহমান জানায়, সকালে এলাকাবাসী একটি মেয়ের লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরবর্তীতে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরো জানান, নিহত স্কুল ছাত্রীর সাথে একই এলাকার আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে আব্দুর রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল । ছয় মাস আগেও বাড়ি থেকে পালিয়ে যায় তারা। পরবর্তীতে কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় মীমাংসার মাধ্যমে ওই মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

নিহতের পিতা সোহারাব হোসেন জানান, রবিবার বিকেলে আমার মেয়ের সাথে শেষ কথা হয়েছিল। মেয়ের খোঁজ না পেয়ে পরে তার সাথে প্রেমের সম্পর্ক থাকা আব্দুর রহমানের বাড়িতে গিয়ে মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করি । তারা জানায় আমার মেয়ে তাদেরর বাড়িতে নেই। উপায় না পেয়ে রাতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে আসি। ভোরবেলা প্রতিবেশী ইসমাইল আমাকে জানায় আমার মেয়ের লাশ পাওয়া গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । খুব শিগ্রই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হবে।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ