ডেস্ক রিপোর্ট: যশোরে আব্দুল আলিম (১৭), ইমরান মোল্যা (১৭) ও ইমামুল (১৭) নামে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করে নেয়া মোবাইল ফোন ও নগদ টাকা।
শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে শহরের শংকরপুর এলাকা থেকে চাচড়া ফাড়ির এসআই সাইদুর রহমান তাদের আটক করেন।
আটক আব্দুর শংকরপুর মাঠ পাড়ার সোবহানের ছেলে। ইমরান একই এলাকার কওসারের ছেলে ও ইমামুল একই এলাকার শরিফুলের ছেলে।
এবিষয়ে এসআই সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নীলগঞ্জ এলাকার রাফসান নামে এক যুবকের কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয় ওই তিন ছিনতাইকারী। এঘটনায় থানায় অভিযোগ দিলে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটক ওই তিন ছিনতাইকারী বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।
জাগো/এমআই

