ট্রাক্টরের চাপায় প্রাণ হারালেন দুইজন

আরো পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম থেকে শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন রুস্তম ও আশরাফুল। রুস্তম উপজেলা আমিজনগর এনায়েতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ট্রাক্টর চালাতেন। আশরাফুল ফরিদপুরের শালেপুর চরফদ্রাশন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় হেলপার।

ওসি মিজানুর জানান, গুচ্ছ গ্রাম প্রকল্পের মাথায় সোয়াখা খালে চালক ও তার সহযোগীকে ট্রাক্টরচাপা পড়া অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে গাড়ি চালাতে গিয়ে কোনো এক সময় খালে ট্রাক্টর উল্টে চাপা পড়েন তারা।

ওসি আরো জানান, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ