মহান স্বাধীনতা দিবসে গুগুলের ‘বিশেষ ডুডল’

আরো পড়ুন

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এ দিবসটি উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুল দিয়েছে ‘বিশেষ ডুডল’। এতে সবুজ পটভূমিতে লাল বর্ডারের ভেতর গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক ওপর স্থান পেয়েছে মুক্ত আকাশে বাংলাদেশের জাতীয় পতাকা।

এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

সারাদিন কোনো কিছু সার্চ করার জন্য আজ (২৬ মার্চ সারাদিন) জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুলে ঢুকলেই সকলের চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এই ডুডল। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এই ডুডলটি চালু করেছে।

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ