যশোরের ঝিকরগাছায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের ফকিরটিকের মাঠে রক্তাক্ত নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত ওই নারীর নাম সুমাইয়া খাতুন (২৭)। তিনি শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামের আয়ুব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাতলা গ্রামের ফকিরটিকের মাঠে মোস্তফার পটল ক্ষেতের কিনারে ঘাসক্ষেতে রক্তাক্ত ওই নারীর লাশ দেখতে পায় কৃষক আব্দুল মালেক। পরে তার চিৎকারে অন্যান্য কৃষকরা এগিয়ে আসে।
পুলিশে খবর দেয়া হলে তারা এসে লাশ নিয়ে যায়। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। এছাড়া দুই হাতের শিরা কেটে দেয়া হয়েছিল, বুক ও পায়েও ধারালো অস্ত্রের আঘাত আছে।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, শুক্রবার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ পুরোটাই রক্তাক্ত ছিল, গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

