ভয়ংকর ‘মৃত্যু ফাঁদ’, বিদ্যুৎ দিয়ে তৈরি ইঁদুর মারা ফাঁদ

আরো পড়ুন

খুলনা জেলার বিভিন্ন  উপজেলায় লক্ষ্য করা যাচ্ছে, কিছু সংখ্যক অসাধু ব্যাক্তি ইঁদুর মারার জন্য চিকন ঘুনা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে এক ধরনের ফাঁদ (মরণ ফাঁদ) তৈরি করে করছেন। যার ফলে একদিকে যেমন মানুষ ও পশুপ্রাণী চরমভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে, অপরদিকে বিদ্যুৎ এর অপচয়সহ সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।
এক মাসের মধ্যে জেলার ডুমুরিয়া ও কয়রা উপজেলায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎ ব্যবহার করে এই ধরনের মরণ ফাঁদ তৈরি রোধ করা না গেলে ভবিষ্যতে এমন ঘটনা বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন সাধারণ কৃষক ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

এব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব জিল্লুর রহমান জানান, বিদ্যুৎ ব্যবহার করে এই ধরনের মরণ ফাঁদ, তৈরি করা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এবিষয়ে সরকার কর্তৃক কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তিনি গ্রাহক সাধারনকে উক্ত অবৈধ কাজ করা থেকে বিরত থাকার জোর অনুরোধ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ