তাসকিন আহমেদ, ‘রিমেম্বার দ্য নেম!’ হয়তো দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ছিলেন ডেভিড মিলার। তাসকিন আহমেদ ফেরালেন তাকে।
আবারো বাড়তি বাউন্সে ভড়কে গেলেন আরেকজন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান। লেগ স্টাম্পের বাইরের বলটা খেলতে গিয়ে এজড হয়েছেন মিলার, এরপর আর শেষরক্ষা হয়নি তার।
মিলারের পর একই ওভারে কাগিসো রাবাদাকেও ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তাসকিন আহমেদ। এবার ফুললেংথে করেছিলেন তাসকিন, ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন রাবাদা।

