আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ দিবস দুটোতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করতে হবে। মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সন্ধ্যা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আলোকসজ্জা করা যাবে। তবে কোনোভাবেই ২৫ মার্চ আলোকসজ্জা না করতে স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
এছাড়া স্কুল-কলেজে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৫ মার্চের মধ্যে বিশিষ্ট ব্যাক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। এছাড়া সব স্কুল-কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়।
স্কুল-কলেজের জন্য দেয়া কর্মসূচিতে অধিদফতর বলছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চের মধ্যে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। কোনোক্রমেই ২৫ মার্চ আলোকসজ্জা করা যাবে না। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
স্কুল-কলেজের কর্মসূচির মধ্যে আরো আছে, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সব শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। আর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক, চিত্রাঙ্কন ইত্যাদির আয়োজন করতে হবে।

