যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বাজার সংলগ্ন ঘুনি দলনঘাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইটভাটার শ্রমিক মুন্না (২০) ও তাজউদ্দিন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলো, অপরদিক থেকে সোনা ব্রিকসের খালি ট্রাক আসার পথে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় সোহাগ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সোনা ব্রিকসের শ্রমিক মুন্না ও তাজউদ্দিন।
এ সময় ট্রাকের ড্রাইভারসহ আরো কয়েকজন শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়দের সহায়তায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে সোহাগ পরিবহনে থাকা প্রায় সকল যাত্রীই কমবেশি আঘাত প্রাপ্ত হয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্তদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ এবং বসুন্দিয়া পুলিশ ফাড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

