দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশে উপজেলা পর্যায়েও আধুনিক প্রযুক্তির সিনেপ্লেক্স নির্মাণ করতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো দিনের চলচ্চিত্রগুলোকে সংরক্ষণে উদ্যোগ নেয়ার পাশাপাশি ডিজিটালাইজড করে দর্শকের সামনে আনারও তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।
এমনকি চলচ্চিত্রের উন্নয়নে হাজার কোটি টাকার ফান্ড করে রাখার কথাও বলেছেন তিনি।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (২৩ মার্চ) সকালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী স্ব-শরীরে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদিও এখন তথ্যপ্রযুক্তির যুগ। আমাদের সিনেমাটা আসলে সেই অ্যানালগ সিস্টেমে থেকে গিয়েছিলো, থেকে যাচ্ছে। সেটাকে আমি আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চাই।
মাঝে উদ্যোগ নেয়া হলেও পরিস্থিতির কারণে তাতে ভাটা নামে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আগেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের সহযোগিতা করব বলে আমি অফার দিয়েছিলাম। আসলে মাঝখানে একটু ভাটা পড়ে যাওয়ায় অনেকে উদ্যোগী ছিলেন না। এখন আমরা ১ হাজার কোটি টাকার একটি আলাদা ফান্ড তৈরি করে রেখেছি। আমি চাই আমাদের জেলা, উপজেলায় সব জায়গায় সিনেপ্লেক্স নির্মাণ হোক। যেখানে আধুনিক প্রযুক্তিতে চলচ্চিত্র দেখানো যায়।
চলচ্চিত্রশিল্প একটা সময়ে বাধার মুখে পড়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, করোনার সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যেহেতু আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমি চাই যে শিল্পটি গড়ে উঠুক।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে ঢেলে সাজানোর উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একটা সুন্দর কমপ্লেক্স তৈরি করার প্রজেক্ট আমরা নিয়েছি। সেটার নির্মাণকাজ শুরু হয়েছে। যদিও বেশ দেরি হয়ে গেছে, কিন্তু এটা হয়েছে।
চলচ্চিত্রশিল্পী, কলাকুশলীদের জন্য গঠন করা ট্রাস্ট ফান্ডে অনুদান দিতে বিত্তবানদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

