নিজস্ব প্রতিবেদক: যশোরে চাচড়ায় মেয়ে ঘটিত বিষয় নিয়ে সেলিম (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে সেলিমের কয়েকটি আঙুলও কেটে পড়ে গিয়েছে। গতকাল সোমবার (২১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেলিম চাচড়া ডালমিল এলাকার মঈনুদ্দিনের ছেলে।
সেলিমের পরিবার জানায়, মেয়ে ঘটিত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে চোরমারা দিঘিরপাড় এলাকার গফার মিস্ত্রীর ছেলে ইমন(২৪), ট্যাপ পকেটমারের ছেলে সম্রাট(২৪) এই দুইজন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা সেলিমকে মুমূর্ষু অবস্থায় রাত ১১ঃ৩০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জাগো/এমআই

