যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর জেলা কার্যালয়।
সোমবার (২১ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের তালেব মোড়ল (৫৮) ও ৪নং ঘিবা উত্তর পাড়ার আজিজুল ইসলাম (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর জেলার উপপরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ জানান, গোপন খবরের ভিত্তিতে আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। এবং আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

