সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামগরসহ দক্ষিন উপকূলের সুপেয় পানির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের চত্ত্বরে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলার শ্যামনগর, আশাশুনি এবং সদর উপজেলাসহ কয়েক এলাকার শত শত নারী পুরুষ পানিশূন্য কলসি রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলা নাগরিক কমিটির আহবায়ক ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নগরিক মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, স্বদেশ এন জিওর পরিচালক মাধব চন্দ্র দত্ত, লীডার্স এর পরিচালক পরিতোষ কুমার বৈদ্য, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিলটন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, ভূমিহীন নেতা আলী নূর খান বাবুল, মহিলালীগ নেত্রী খুরশিদা জাহান হক শিলা, তহমিনা ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে ৪ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। আশংকা করা যাচ্ছে আগামী ২০-৩০ বছরের মধ্যে মধ্যে দক্ষিন উপকূল তলিয়ে ১ কোটির বেশী মানুষ গৃহহীন হয়ে পড়বে।
এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড়ও জলোচ্ছাসের কারনে বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টি ও অনিয়মিত বৃষ্টি, খরা ও লবনাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিন উপকূল খাদ্য ও কৃষি উৎপাদনে চরম সংকটে পড়েছে। টেকসই বেড়িবাঁধের অভাবে লবনাক্ত পানিতে সয়লাব হচ্ছে জনপদ। এতে পরিবেশ ও বসতি ধ্বংসের পাশাপাশি সুপেয় পানির তীব্রতর সংকট দেখা দিয়েছে। অপরিকল্পিত চিংড়ী চাষের কারনে লবনাক্ততার মাত্রা আরও বাড়ছে। আচীরেই উপকূলে টেকসই বাঁধ নির্মানসহ সুপেয় পানির ব্যাবস্থার জন্য প্রধান মন্ত্রীর কাছে জোর দাবী জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ