দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে ৩৮ রানের দাপুটে জয় পেয়েছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই টাইগারদের প্রথম জয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ দল।

সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন সাকিব আল হাসান। ৬৪ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৭টি চার ও ৩টি ছক্কা।

এছাড়া ইয়াসির আলী চৌধুরী ৪৪ বলে ৫০ ও লিটন দাস ৬৭ বলে ৫০ রান করেন। ৬৭ বলে ৪১ রান করে উদ্বোধনী জুটিতে লিটনের সাথে ৯৫ রানের জুটি গড়েন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া অর্ধশতকের অর্ধশতকের কীর্তি গড়া সাকিব চতুর্থ উইকেটে ইয়াসিরের সাথে গড়েন ১১৫ রানের জুটি।

জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা, রাসি ভন ডার ডুসেন ও ডেভিড মিলার প্রোটিয়াদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে বাভুমা ৫৫ বলে ৩১, ভন ডার ডুসেন ৯৮ বলে ৮৬ ও মিলার ৫৭ বলে ৭৯ রান করেও দলকে জেতাতে পারেননি।

শেষপর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ চারটি ও তাসকিন আহমেদ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
টস: দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ: ৩১৪/৭ (৫০ ওভার)
সাকিব ৭৭, ইয়াসির ৫০, লিটন ৫০, তামিম ৪১
মহারাজ ৫৬/২, জানসেন ৫৭/২

দক্ষিণ আফ্রিকা: ২৭৬/১০ (৪৮.৫ ওভার)
ভন ডার ডুসেন ৮৬, মিলার ৭৯, বাভুমা ৩১
মিরাজ ৬১/৪, তাসকিন ৩৬/৩

ফল: বাংলাদেশ ৩৮ রানে জয়ী।

জাগো/এস

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ