যশোরে বাজারের ব্যাগে মিললো মৃত নবজাতক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরের চালুয়াহাটি এলাকার একটি মাঠ থেকে বাজারের ব্যাগে নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। উপস্থিত নবজাতক সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

চালুয়াহাটি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার সকালে নেংগুড়াহাট-শয়লাবাজার সংযোগ সড়কের মাঝামাঝি এলাকায় রাস্তার পাশে ধান ক্ষেতে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে প্যাকেট খুলতে লুঙ্গি পেঁচানো অবস্থায় নবজাতকের (মেয়ে) মদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স একদিন। কেউ মেরে লাশ ফেলে গেছে নাকি মরা বাচ্চা ফেলে গেছে এটা নিশ্চিত বলা যাচ্ছে না।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন, খবর পেয়ে আমরা নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ