ঢাকা অফিস: গাজীপুরে একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৭৭ জনকে জরিমানা করার পাশাপাশি ১১ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার জাকির হাসান জানান, জুয়া, হাউজি, মাদক গ্রহণ ও কেনাবেচা, অশ্লীল নৃত্যসহ অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেয়ে নগরের ন্যাশনাল পার্ক সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে বুধবার (১৬ মার্চ) রাতে অভিযান চালায় জিএমপি। এ সময় ১১ জনকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে পাঠানো হয় জেলহাজতে।
তিনি আরো বলেন, গ্রেফতার ১১ জনের প্রত্যেককে জুয়া খেলার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে। ওই ক্লাব থেকে আরো ২৭৭ জনকে পাকড়াও করে জরিমানা করা হয় এবং মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

