নাটোরে চলছে ‘বউ মেলা’

আরো পড়ুন

নাটোর : ‘বউ মেলা’ বসেছে নাটোরের গুরুদাসপুরে। বুধবার (১৬ মার্চ) সকাল থেকে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুরে এই মেলা শুরু হয়েছে। ৫৩ বছরের ঐতিহ্যবাহী এ মেলা প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। বউ মেলাকে কেন্দ্র করে একত্রিত হন আশপাশের কয়েক গ্রামের বউ, শ্বাশুড়ি, ননদ, জা ও ঝিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ এ মেলায় সব বয়সী নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় বসেছে বাহারী সব কাঁচের চুড়ি, রঙিন ফিতা, লিপস্টিক, কানের দুল, ঝিনুকের মালাসহ বিভিন্ন ধরণের দোকান। এছাড়া রয়েছে বিভিন্ন খাবারের দোকানও। এসব কিনতে দরদাম করছেন বাড়ির বউ-ননদরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫৩ বছর আগে মুন্নাফ মণ্ডল নামে এক ব্যক্তি এ মেলাটি প্রথম শুরু করেছিলেন। তারপর থেকে প্রতিবছরের পহেলা চৈত্রে দুইদিন ব্যাপী মেলাটির আয়োজন চলে আসছে।

বিউটি বেগম নামের এক নারী বলেন, আমরা ছোটবেলা থেকেই দেখছি এই মেলা। বছরে একটা দিন বাড়ির সব মেয়েরা মেলায় ঘুরতে আসে। সবাই মিলে অনেক আনন্দ করি।

রাবেয়া খাতুন নামে এক গৃহবধূ বলেন, মেলাকে কেন্দ্র করে প্রতিবছর এ এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়। প্রত্যক বাড়িতে আত্মীয়-স্বজনরা আসে। এতে করে এলাকাটি পরিণত হয় মিলন মেলায়।

রহিমা বেগম নামে আরেক নারী বলেন, মেলাকে কেন্দ্র করে জামাইদের দাওয়াত করে আনা হয় শ্বশুরবাড়িতে। এলাকার পুকুর থেকে ধরে আনা হয় বড় বড় মাছ।

মেলার আয়োজক কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। করোনার কারণে গত দুই বছর মেলা বন্ধ ছিল। এ বছরে আবার চালু হওয়ায় এলাকাবাসী খুব খুশি। দিনভর ‘বউ মেলা’ চলার পর বিকেলে ঘোড়দৌড় শুরু হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন এই মেলায়। তবে মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে মেলাটি পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ