আশুলিয়ায় অতিরিক্ত মদপানে শিক্ষকের মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ঢাকার আশুলিয়ায় বেড়াতে এসে মদপানে অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মনসুর ওরফে আরমান (৩৬) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬মার্চ) ভোরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকায় তার চাচাতো ভাইয়ের বাড়িতে মদপানে অসুস্থ্য হয়ে পড়েন তিনি।

আব্দুল্লাহ আল মনসুর ওরফে আরমান জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার মশিউর রহমানের ছেলে। তিনি ওই এলাকার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, রাতে জামালপুর আরমান আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তার চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে গভীর রাতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়ে মনসুর। পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সাভার মডেল থানার এসআই রুবেল মিয়া বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মদপানে অসুস্থ্য হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ