সাতক্ষীরায় ৭ বছরের শিশুকে নির্যাতন, মামী গ্রেফতার

আরো পড়ুন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাত বছরের শিশু আলিফ হোসেন ফারহানকে ক্ষত-বিক্ষত করে নির্যাতনকারী মামী রানী বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) দুপুরে তাকে দেবহাটা উপজেলার নিজ বাড়ি চরবালিথা থেকে আটক করা হয়।

আলিফ চরবালিথা গ্রামের মঈনউদ্দীন সরদারের ছেলে। নির্যাতনকারী একই এলাকার মামা আশরাফুল ইসলামের স্ত্রী।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান জানান, শিশু আলিফ মামী রানী বেগমকে মা বলে ডাকতো। সোমবার সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে তার ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ এবং তার মুখমন্ডলসহ ঠোটে রক্তাক্ত জখম করে। এরপর রানী বেগম শিশু আলিফ মৃত্যুবরণ করেছে মনে করে নদীর ধারে ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, এঘটনায় রানী বেগমকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (১৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার মরিচ্চাপ নদীর পাড় থেকে আলিফ হোসেন ফারহান নামে ৭ বছরে শিশুকে ক্ষত বিক্ষত অবস্তায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই সময়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভীন আক্তার জানান, শিশুটির দুটো চোখ নষ্ঠ হওয়ার সম্ভবনা রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় । এমন পৈশাচিক নির্যাতনের ঘটনায় জেলা পুলিশ সুপার তাৎক্ষণিক নির্যাতনকারীকে জন্য আটকের নির্দেশ প্রদান করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ