বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুর জয়তুল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট মৎস্যচাষী মরহুম আলহাজ্ব সেকেন্দার আলীর হত্যাকারী রাকিব ও জিহাদ সহ অন্যান্য আসামীদের অভিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে রবিবার (১৩মার্চ) সকালে জয়তুল গ্রামবাসীর উদ্যোগে স্কুল মাঠে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
উক্ত মানব বন্ধন কর্মসূচীতে কাহালু সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হোসেন মাষ্টার, কাহালু সদর ইউপি সদস্য আমিনুর ইসলাম, শীমা আক্তার, জয়তুল গ্রাম মতব্বর কমিটির সভাপতি হারুন শেখ হিরু, সাধারণ সম্পাদক খোরশেদ আলী, কোষাধ্যক্ষ হোসেন আলী, জয়তুল গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জয়তুল ঈদগাহ মাঠ কমিটির সভাপতি অধ্যক্ষ জয়নাল আবেদীন, জয়তুল ইসলামিয়া মুক্তব কমিটির সভাপতি আবু সাঈদ মাষ্টার, গ্রামবাসীর মধ্যে শফিকুল ইসলাম, মিন্টু, মরহুম আলহাজ্ব সেকেন্দার আলীর ছেলে মিজানুর রহমান ও মেয়ে শাহনাজ সহ অত্র গ্রামের প্রায় ৩ হাজার নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন ।
মানব বন্ধন কর্মসূচী পালনের সময় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব সেকেন্দার আলীর হত্যাকারী রাকিব ও জিহাদ সহ অন্যান্য ৬ আসামীকে অভিলম্বে গ্রেফতার না করলে পরবর্তীতে আবারও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন জানান, সেকেন্দার আলী হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত ৩ মার্চ সন্ধ্যায় জয়তুল স্কুল মাঠে মৎস্য চাষী আলহাজ্ব সেকেন্দার আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। তাকে প্রথমে কাহালু হাসপাতালে নেওয়া হয় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরেদিন ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার আলী মারা যান।
মোস্তাকিম বিল্লাহ/এমআই

