কেশবপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে ডায়ালগ অনুষ্ঠিত

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর), যৌন ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩মার্চ) সকালে কেশবপুর পরিত্রাণ শাখার উদ্যোগে ইন্টারজেনারেশনাল ডায়ালগে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা ভাইচ চেয়ারম্যান নাসিমা সাদেক। প্রোগামটির উদ্দেশ্য বর্ননা করেন পরিত্রাণ এর কর্মসুচি সমন্বয়ক মো: রবিউল ইসলাম এবং প্রোগ্রামটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশান উপস্থাপন সহ সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস। আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, ৬ নং সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমাজেসবা কর্মকর্তা মো: আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, প্রভাষক মশিউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রভাষক কানাই লাল ভট্রাচার্য, প্রভাষক কুন্তল বিশ্বাস, সংবাদকর্মী উৎপল দে, নারী সংগঠক সুফিয়া পারভীন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (ইমাম, কাজী, পুরোহিত, রেজিষ্টার) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎপল দে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ